• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চরফ্যাশনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর ওপর হামলা, আহত ১৫

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত: ১১:৪৭, ২৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
চরফ্যাশনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর ওপর হামলা, আহত ১৫

গণসংযোগের সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সাবেক সচিব মেজবাহ উদ্দিনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৪ এপ্রিল) শেষ বিকালে উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেজবাহ উদ্দিন কয়েকদিন ধরেই তাঁর জন্মস্থান চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনগণের সঙ্গে দেখা সাক্ষাতের পাশাপাশি মতবিনিময় করে আসছিলেন। 

তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার কিছুটা আগে উপজেলার চেয়ারম্যান বাজারে সাবেক সচিব মেজবাহ উদ্দিন গণসংযোগ করতে যায়। গণসংযোগের সময় চরফ্যাশন থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেল যোগে একদল সশস্ত্র দুর্বৃত্ত পেছন থেকে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
 
এসময় স্থানীয়দের ব্যারিকেডের মুখে সন্ত্রাসীরা একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় মেজবাহ উদ্দিন সমর্থকদের ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।

খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এরপর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

সাবেক সচিব মেজবাহ উদ্দিন বাংলাভিশনকে বলেন, ‘আমি আমার সমর্থকদের নিয়ে চেয়ারম্যান বাজারে গণসংযোগ করছিলাম। এসময় হঠাৎ করে চরফ্যাশন থেকে অর্ধশত মোটরসাইকেল বহর নিয়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে পেছন থেকে আমার নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে একপর্যায়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। হামলা স্থানীয় সাংবাদিকসহ আমাদের অন্তত ১৫ জন কর্মী সমর্থকরা আহত হয়েছেন।

এদিকে সশস্ত্র হামলার ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে চরফ্যাশন উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিভি/এফবি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2