কক্সবাজারে আইসের সর্ববৃহৎ চালান জব্দ, আটক ৩

কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি এ যাবতকালে দেশে ক্রিস্টাল মেথ আইসের সর্ববৃহৎ চালান জব্দের ঘটনা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র জানতে পারে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি'র রামু সেক্টরের সেক্টর কমান্ডার এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে পালংখালী বিওপি’র একটি চৌকস দল সীমান্তবর্তী পালংখালীর দক্ষিণ রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে ৬-৭ জন মাদক কারবারি মায়ানমার সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের দুটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি’র সদস্যরা তিনজন পাচারকারীকে আটক। আটককৃতরা হলেন- রুজুরুছ মিঞা, মো. ইসমাইল ও ছৈয়দুল বাশার। পরে বিজিবি টহলদল পাচারকারীদের ফেলে দেওয়া বস্তা তল্লাশি করে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
বিভি/পিএইচ/এইচএস
মন্তব্য করুন: