মান্দায় মন্দিরের গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নওগাঁর মান্দায় একটি মন্দিরের গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিনয় বাজারের পূর্ব পার্শ্বে সন্ন্যাসধাম (মহাদেবের মন্দির) এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে গোবিন্দপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে সাদেক আলীর বিরুদ্ধে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী কান্তিরাম সরদার বলেন, গোবিন্দপুর বিনয় বাজারের পূর্ব পার্শ্বে সন্ন্যাসধাম (মহাদেবের মন্দির) রয়েছে। ওই মন্দিরে গোবিন্দপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন সারা বছর পুঁজা অর্চনা করে থাকেন। ওই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ১০/১২টি পুরাতন গাছ রয়েছে। গত ৮ এপ্রিল উক্ত গাছগুলোর মধ্যে ১টি শিমুল গাছ ও ১টি কড়ই গাছের গোড়ায় প্রতিহিংসামূলকভাবে আগুন লাগিয়ে দিয়ে দুইটি গাছ পুড়িয়া দিয়েছে সাদেক আলী নামক এক ব্যক্তি।
তিনি আরও বলেন, বর্তমানে দুইটি গাছই পোড়া অবস্থায় সেখানে বিদ্যমান আছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শনপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১৩ এপ্রিল মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দয়ের করার পর এতোদিন পেরিয়ে গেলেও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে কোনো ব্যাবস্থা না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
সাদেক আলী বলেন, গাছের গোড়ায় আগুন লাগানোর সঙ্গে তার কোন সম্পৃকতা নেই। পরিকল্পিতভাবে ফাঁসাতে তার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: