শ্রীমঙ্গলে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামাসহ ৮ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) শ্রীমঙ্গল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত আসামিরা হলো, কুতুব মিয়া (৪৫), জনি আহম্মেদ (৩৪), সায়েদ আহম্মেদ (৫০), মো. টিপুল মিয়া (২৮), মো. মোবারক মিয়া (২৭), শাহ আলম (৩০), হেলন মিয়া (৩০), মো. সুমন (৩৭)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের ইউনাইডেট আবাসিক হোটেলের ৫ম তলা থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারিকে আটক করা হয়। এছাড়া খেলার সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। জুয়া আইনে একটি মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: