• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নওগাঁয় দুর্বৃত্তের দেয়া আগুনে ৫ বিঘা জমির ধান পুড়ে ছাই

প্রকাশিত: ১১:১৬, ৩০ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
নওগাঁয় দুর্বৃত্তের দেয়া আগুনে ৫ বিঘা জমির ধান পুড়ে ছাই

দুর্বৃত্তদের দেয়া আগুনে নওগাঁর মান্দায় পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের পাঁচ বিঘা জমির ধান। জমি থেকে ধান কেটে বাড়িতে পালা দিয়ে রাখা অবস্থায় পাকা ধানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে যায় ২ কৃষকের। এ ঘটনায় মুষড়ে পড়েছেন কৃষক। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে।

জানা গেছে, উপজেলার চৌজা গ্রামের মৃত শেফাতুল্লাহ ছেলে ওসমান (৪৫) ২ বিঘা জমির ধান ও একই গ্রামের আব্দুল সামাদের ছেলে রফিকুল ইসলাম (৪০) এর আড়াই বিঘা জমির ধান বুধবার জমি থেকে পাকা ধান কেটে মাড়াই করার জন্য বাড়ির পাশে খলিয়ানে ধান পালা দিয়ে রাখেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে শত্রুতা করে দুর্বৃত্তরা ধানের পালাই আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫ বিঘা জমির ধান। শুক্রবার সকাল থেকেই ধানের পুড়া স্তুপ দেখতে ভীড় করেন স্থানীয়রা।

কৃষক ওসমান আলী জানান, এই দিনে সারাদিন ধানের কাজ শেষে রাত ১২টায় ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত ৪ টার দিকে মানুষের চিৎকারে ঘুম ভেঙে গেলে দেখতে পাই কে বা কারা আমার ও আমার ভাতিজার ধানের পালায় আগুল লাগিয়ে দিয়েছে। আর এই আগুনে আমাদের জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: