• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে নড়াইল থেকে গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ৪ মে ২০২৩

ফন্ট সাইজ
মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে নড়াইল থেকে গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত চোরকারবারি সাতক্ষীরার মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে নড়াইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩ মে) রাতে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী এলাকা থেকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল তাকে গ্রেফতার করেন। 

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক প্রেস ব্রিফ্রিং এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার মেজর গালিব হোসেন।

গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে খোড়া মিজান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

প্রেস ব্রিফ্রিং-এ ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১৩ সালের আগস্ট মাসে কুখ্যাত মাদক চোরাকারবারি খোড়া মিজানকে খুলনার খালিশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার করেন আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর উক্ত মামলায় বিচারকার্য শেষে এ ঘটনার সত্যতা পাওয়ায় আদালত আসামি মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে যাবজ্জীবন সাজাসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালত কর্তৃক রায় ঘোষণার আগে আসামি খোড়া মিজান জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। 

এরই ধারাবাহিকতায় এ মামলার রায় ঘোষণার পরপরই সে আবারো তার অবস্থান পরিবর্তন করে নড়াইল জেলার কালিয়া থানার প্রত্যন্ত এলাকা চাচুড়ি গ্রামে আশ্রয় নেয়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে বুধবার রাতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত চোরকারবারী মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: