• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শাহজাদপুরের কাছারি বাড়িতে তিন দিনব্যাপী কবিগুরুর জন্ম জয়ন্ত উৎসব শুরু

প্রকাশিত: ১৭:৩৯, ৮ মে ২০২৩

আপডেট: ১৭:৩৯, ৮ মে ২০২৩

ফন্ট সাইজ
শাহজাদপুরের কাছারি বাড়িতে তিন দিনব্যাপী কবিগুরুর জন্ম জয়ন্ত উৎসব শুরু

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়ি শুরু হয়েছে তিন দিনব্যাপ জন্ম জয়ন্ত উৎসব। 

সোমবার (৮ মে) সকালে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। পরে কাছারিবাড়ি অডিটোরিয়ামের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

এছাড়া উপজেলা ও জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা দলীয় সংগীত,নৃত্য, আবৃতি, প্রবন্ধ পাঠ, জীবনী ভিত্তিক আলোচনাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পরে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই রবীন্দ্র ভক্তদের মিলন মেলায় পরিণত হয় শাহজাদপুরের কাছারিবাড়ি প্রাঙ্গণ। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: