• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খেলার জার্সি কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা  

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ মে ২০২৩

ফন্ট সাইজ
খেলার জার্সি কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা  

খেলার জার্সি কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যার করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে জিহাদ (১০) নামে এক কিশোর।  

বুধবার (১৭ মে) আনুমানিক সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ স্বরুপপুর গ্রামের মুন্নাফ আলি ও ঝরনা খাতুন দম্পতির ছেলে।

জানা যায়, জিহাদ তার বাবা ও মায়ের কাছে ফুটবল খেলার জার্সি কিনে দিতে বললে তারা জানান কয়েকদিন পর পঞ্চম শ্রেণীর পরীক্ষা, পরীক্ষা পরেই জার্সি কিনে দিবে। কিন্তু জিহাদ আজকে এই জার্সি কিনে দেওয়ার জন্য বায়না ধরে, পরে পরিবারে পক্ষ থেকে জার্সি কিনে না দিলে সবার অলক্ষ্যে শোয়ার ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি জড়িয়ে ফাঁস নেয় সে।

পরে পরিবারের লোকজন জিহাদকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখলে আর্তচিৎকার করতে থাকে। আশেপাশের মানুষ জড়ো হয়ে জিহাদকে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামানোর পর জীবিত মনে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে বলে জানা যায়। 

এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউইডি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বিভি/কেএইচ/এইচএস

মন্তব্য করুন: