পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশু তাহসিন খলিফার

পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তার
পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে জাড়িয়ে বরিশালের ঝালকাঠির নলছিটি উপজেলায় মো. তাহসিন খলিফা (৯) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে কুশংগল ইউনিয়নের সরমহল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মো. তাহসিন খলিফা উপজেলার শাহ আলী খলীফার ছেলে।
জানা গেছে, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুতের তার ছিড়ে গায়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: