ঢাকা-সিলেট রুটের যাত্রা বাতিল ৪ ট্রেনের

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার এই ঘটনায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ৪ ট্রেনের যাত্রীরা টিকিট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন।
শনিবার (২০ মে) দুপুরে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন জানান, যাত্রীদের ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা-সিলেটগামী কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসসহ ৪টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বিকালে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে আজ ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: