• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আত্মসমর্পণ করছেন ৩২৩ চরমপন্থী, ২১৯ অস্ত্র জমা

প্রকাশিত: ১১:১৪, ২১ মে ২০২৩

ফন্ট সাইজ
আত্মসমর্পণ করছেন ৩২৩ চরমপন্থী, ২১৯ অস্ত্র জমা

সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র  সমর্পণ করে আত্মসমর্পণ করছেন ৩২৩ জন চরমপন্থী। জমা দেওয়া হচ্ছে ২১৯টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র।

রবিবার (২১ মে) বেলা সাড়ে এগারটায় জেলার সলঙ্গায় র্যা ব-১২ সদরদপ্তরে এই আত্মসমর্পণ অনুষ্ঠিত হবে। 

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, র্যা ব প্রধান খুরশিদ হাসান ও র্যা ব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা।

র্যা ব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসান জানান, স্বাভাবিক জীবনে ফিরতে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন, জনযুদ্ধ সংগঠনের ৮ জন এবং সর্বহারা পার্টির ২১ জন সদস্যসহ মোট ৩২৩ জন চরমপন্থী ২১৯টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণকারিদের নানাভাবে পুনর্বাসিত করা হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন: