ঠাকুরগাঁওয়ে দুই ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে দুই ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
বুধবার (২৪ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার ডায়াবেটিস মোর সুন্দরপুর আদিবাসী পাড়ায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, আমিন মার্ডি নামে এক স্থানীয় আদিবাসীর বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার নুর মোহাম্মদ শাহাজান ও একই উপজেলার মুন্না হাসান নামে ২ যুবক ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয় পরে পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল মন্ডল বলেন, তারা ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিলে স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর দেয়। তাদের কাছে ডিবি পুলিশের কোন কাগজ পত্র পাওয়া যায়নি। তাদের বিরদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: