• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছোট বোনকে বিয়ে দিতে বড় বোনের জন্মনিবন্ধন, হুলস্থুল কাণ্ড

প্রকাশিত: ১৪:১২, ৩ জুন ২০২৩

ফন্ট সাইজ
ছোট বোনকে বিয়ে দিতে বড় বোনের জন্মনিবন্ধন, হুলস্থুল কাণ্ড

বয়স কেবল ১৩ পেরিয়েছে। ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছেন কিশোরী। এরই মধ্যে বিয়ের বন্দোবস্ত করেছে পরিবার। বয়স কম হওয়ায় বিড়ম্বনায় পড়ার আশঙ্কায় নেয় ভিন্ন কৌশল। প্রায় সফলও হয়েছিল পরিবার। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসন উপস্থিত হওয়ায় এই বিয়ে সম্পন্ন হয়নি।

ছোট বোনের বিয়ের আয়োজন করতে বড় বোনের জন্মনিবন্ধন ব্যবহার করে ওই পরিবার। বর ও কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় কাজী আব্দুর রাজ্জাককে আরো সতর্ক থেকে বিয়ে পড়ানোর জন্য নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুন) রাত ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কাজী অফিসে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, যাত্রাপাশা গ্রামের বশির উদ্দিন আনোয়ারের মেয়ে যাত্রাপাশা জুনিয়র বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে একই উপজেলার মজলিশপুর গ্রামের জমির উদ্দিনের প্রবাসী পুত্র রায়হানের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অপ্রাপ্তবয়স্ক ছাত্রীর বিবাহিত বড় বোন খাদিজার নামের জন্মনিবন্ধন দিয়ে বিয়ে রেজিস্ট্রেশন করার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ গোপন সংবাদের ভিত্তিতে কাজী অফিসে হানা দেন। 

এ সময় বাল্যবিয়ে সংঘটিত করার দায়ে বরের পিতা জমির উদ্দিন ও কনের বাবা বশির উদ্দিনকে জনপ্রতি ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, অভিযোগ পেয়ে বর ও কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে জরিমানা করা হয়েছে। একই সাথে বিয়ে বন্ধ করে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: