• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তরুণীর সাথে আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ১৫ জুন ২০২৩

আপডেট: ২০:১৯, ১৫ জুন ২০২৩

ফন্ট সাইজ
তরুণীর সাথে আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

আশুতোষ বেপারী

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর (৪৬) আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড় চলছে। অর্ধনগ্ন অবস্থায় এক তরুণীর সাথে নেশা করতে দেখা গেছে তাকে।

গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতার ওই ভিডিও এবং স্থির ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয় অশ্লীল ভিডিওটি। এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আশুতোষ বেপারী একটি সুদৃশ্য কক্ষে প্রায় নগ্ন অবস্থায় মদ পান করছেন। এ সময় সেখানে থাকা এক অর্ধ-নগ্ন নারীকে নিজ হাতে মদ খাইয়ে দিচ্ছেন। 

নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, পারিবারিক জীবনে অবিবাহিত চেয়ারম্যান আশুতোষ বেপারী ইউনিয়ন পরিষদের উপরের একটি কক্ষ ও নিজ বাড়ির একটি কক্ষে নিয়মিত মদের আসর বসান। সেখানে বিভিন্ন নারীদের নিয়ে আসেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান জানান, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না, আজ শুনলাম।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস জানান, এ বিষয় এখনও কোন অভিযোগ পাইনি, কেউ কিছু জানায়নি। কোন ভিডিও আমি দেখেনি। তবে মানুষের মুখে শুনেছি,তেমন কিছু হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/কেএসআর/এজেড

মন্তব্য করুন: