• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ২৯ জুন ২০২৩

আপডেট: ১৭:২১, ২৯ জুন ২০২৩

ফন্ট সাইজ
চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

অসুস্থরা হলেন- আবরাহাম (৩), নুর নবী (৩), আনন্দ (১৩, আঁখি বেগম (৩০), নুর জাহান (৩২), জাহানারা বেগম (৩০)। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা। এর মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

হাসপাতালে আসা অসুস্থদের স্বজনেরা জানান, সকালে সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে সবাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যরা দ্রুত অসুস্থ সবাইকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুশান্ত বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে। কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: