• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালয়েশিয়ায় কর্মীকাণ্ডে জড়িতদের কী হয়েছে, জানানোর নির্দেশ

প্রকাশিত: ১৬:০০, ৩০ জুন ২০২৪

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় কর্মীকাণ্ডে জড়িতদের কী হয়েছে, জানানোর নির্দেশ

মালয়েশিয়ায় কর্মী পাঠানো কান্ডে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৩০ জুন) এই নির্দেশ দেওয়া হয়।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ রবিবার এই নির্দেশ দেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, গেল ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিনে উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে যেতে পারেনি প্রায় ১৭ হাজার কর্মী। যাদের বিএমইটি'র ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। 

এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক দফা সময় বাড়ানোর পর ২৪ জুন প্রতিবেদন জমা দেয় কমিটি। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: