• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে মতিউরের স্ত্রী লায়লার আবেদন

প্রকাশিত: ১৮:৫১, ৩০ জুন ২০২৪

ফন্ট সাইজ
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে মতিউরের স্ত্রী লায়লার আবেদন

মো. মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ (ফাইল ছবি)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আলোচিত মো. মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন। রবিবার (৩০ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন তিনি। আদালত আগামী ২৮ জুলাই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহম্মেদ সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তথ্যসূত্রে জানা যায়, ছাগলকাণ্ডে আলোচিত ইফাতের কথিত বাবা জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারবার অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবারই অনুসন্ধান পর্যায় থেকে শেষ হয়েছে কার্যক্রম। এক ধরনের অলিখিত ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে মতিউরকে। মতিউরের বিরুদ্ধে পঞ্চমবার অনুসন্ধান শুরু করে দুদক।

উল্লেখ্য যে, সোমবার (২৪ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল আদালত মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: