• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এটিএম আজহারের মামলার সর্বশেষ যে তথ্য দিলেন শিশির মনির

প্রকাশিত: ১৭:০৯, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এটিএম আজহারের মামলার সর্বশেষ যে তথ্য দিলেন শিশির মনির

এটিএম আজহারুল ইসলাম ও শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনও কেন কারাগারে তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন জামায়াত নেতারা। এমনকি দলটির আমিরও সরকারের কাছে এই জবাব চেয়েছেন। তার এই মামলার সর্বশেষ তথ্যি দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির।

রবিবার (২০ এপ্রিল) বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শিশির মনির লিখেছেন, আশা করি এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মামলাদ্রুতই নিস্পত্তি হয়ে যাবে ইনশাল্লাহ।

তিনি লিখেছেন, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মামলার সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফৌজদারি আপিল নং ৩৮/২০২৫। আগামীকাল মাননীয় প্রধান বিচারপতির আদালতে ২২ তারিখ শুনানির জন্য উপস্থাপন করা হবে। আশাকরি দ্রুতই নিস্পত্তি হয়ে যাবে ইনশাল্লাহ।

এর আগে গত ১৭ এপ্রিল তিনি বলেছিলেন, গত বছরের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্য দলের শীর্ষ নেতারা মুক্ত হলেও একযুগের বেশি সময় ধরে কারাগারে এটিএম আজহার। সেটিও নিয়ে অসন্তোষ রয়েছে দলটির ভেতরে-বাইরে। তবে, মুক্তির আইনি প্রক্রিয়া শেষ। এখন শুধু শুনানির অপেক্ষা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2