• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে’

প্রকাশিত: ১২:৩৮, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৪১, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে’

ছবি: ফাইল ফটো

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা নিয়ে নতুন নাটকের জন্ম হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টে জানিয়েছে গণ-অভ্যুত্থান পরবর্তী ৫ আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। এদিকে, নতুনভাবে এই হত্যাকান্ডের তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই বলছে ভিন্ন কথা। সংস্থাটির দাবি, ডিবি পুলিশের অনেক অফিসার বদলি হওয়ায় পুরানো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ কথা জানানো হয়। এ তথ্য জানানোর পর আদালতের কাছে তদন্ত শেষ করতে ৯ মাস সময় চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। এসময় ৬ মাস সময় মঞ্জুর করেন হাইকোর্ট।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা নিয়ে আওয়ামী লীগ সরকার একের পর এক নাটকের জন্ম দেয়। বিচার পাওয়া যেন সোনার হরিণ সেই পর্যায়ে চলে গেছে সাংবাদিক দম্পতি হত্যার মামলা। পুলিশ, গোয়েন্দা পুলিশ, RAB সবাই মিলে ১১৭ বারের প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন করেছে। 

এখন সাগর-রুনি হত্যার তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। এদিকে, ১৩ বছর বিচারের মুখে ঝুলে থাকা হত্যা মামলা নিয়ে আবারও দেখা দিয়েছে ধোয়াশা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ৫ আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। এ তথ্য জানানোর পর তদন্ত শেষ করতে ৬ মাস দিয়েছে হাইকোর্ট। 

এদিকে, তদন্তকারী সংস্থা পিবিআই গণমাধ্যমে ক্ষুদে বার্তায় জানায়, ডিবি পুলিশের অধিকাংশ আফিসার বদলি হওয়ায় পুরানো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। নথি খুঁজে পাওয়া সময় সাপেক্ষ বলেও জানিয়েছে পিবিআই। 
 

বিভি/এমআর

মন্তব্য করুন: