• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠন

প্রকাশিত: ১৪:১৫, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠন

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠন করে আগামী ২৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ কারণে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিজ্ঞ বিচারক আগামী ২৭ এপ্রিল তিনজনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। 

অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ (বুধবার) আদালতে হিটু শেখসহ সকল আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের পরামর্শ দেন বিচারক।

শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত পাঁচ আইনজীবী প্যানেলের সদস্যরা। 

গত ১৩ এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ মামলার আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এর আগে ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: