• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার

প্রকাশিত: ১১:৫৭, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
তাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার

ডা. তাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরের নামে আইনি নোটিশ প্রত্যাহার করেছেন প্রেরকরা। রবিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়ানো বন্ধ ইস্যুতে তাদের আইনি নোটিশ টাঠানো হয়েছিলো।

জানা যায়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) একটি মানবাধিকার সংগঠন এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর পক্ষে আইনি নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে জনস্বার্থে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের একটি সংশোধনী নোটিশ ডাকযোগে বিবাদীদের বরাবর পাঠানো হয়েছে।

সংশোধিত নোটিশে বলা হয়, নোটিশের বিষয়টি বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ডা. তাসনিম জারা অনাকাঙ্ক্ষিতভাবে হাইলাইট করে চটকদার রিপোর্ট প্রকাশ হয়। অনেক খবরে বলা হয়েছে ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু, ডা. তাসনিম জারাকে কোনো আইনি নোটিশ পাঠানো হয়নি। ডা. তাসনিম জারার নামটি ঘটনাচক্রে রেফারেন্স হিসেবে ডা. জাহাঙ্গীর কবিরের সঙ্গে এসেছে। বিষয়টিকে অনেকেই অতিরঞ্জিত করে অনলাইনে বাণিজ্য করার চেষ্টা করছে, যা অনাকাঙ্ক্ষিত।

নোটিশ প্রত্যাহারের বিষয়ে আইনজীবী ব্যারিস্টার পল্লব বলেন, সম্প্রতি আমার মক্কেলদের পাঠানো আগের লিগ্যাল নোটিশের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিম জারা তার বক্তব্য প্রকাশ করেছেন। আমার মক্কেলরা বক্তব্যটি গুরত্বের সঙ্গে অনুধাবন করেছেন। ডা. তাসনিম জারা তরুণ এবং প্রতিশ্রুতিশীল একজন মেধাবী ডাক্তার। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, তার ছবি এবং ভিডিও ব্যবহার করে অসংখ্য ফেক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল খুলে অনেকেই প্রতারণা করছে, যেগুলো তার নিজের ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল নয়। তিনি দায়িত্বশীল জায়গা থেকে কাজ করেন। ডা. তাসনিম জারার বক্তব্যে নোটিশ প্রেরকরা সন্তুষ্ট হওয়ায় নোটিশে রেফারেন্স হিসেবে উল্লেখিত ডা. তাসনিম জারার নামটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে ডা. তাসনিম জারা এবং ডা. জাহাঙ্গীর কবিরের নাম নোটিশে উল্লেখ থাকায় নোটিশ প্রেরকরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: