• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ১৯:১০, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ- চমেক এর শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসাথে বিচারিক আদালতের রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

মামলার বাদী নিহত আবিদের মামা নেয়ামত উল্লাহর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অজি উল্লাহ মিয়া ও আজিমুদ্দিন পাটোয়ারি।

২০১১ সালের ২১ অক্টোবর চমেক ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে তৎকালীন বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহতের মামা নেয়ামত উল্লাহ বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছাত্রলীগ ও ছাত্র সংসদের ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১০ জুলাই অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সব আসামিকে খালাস দেয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2