মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ

ছবি: সংগৃহীত
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় গুরুত্বপূর্ণ ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয় প্রধান আসামী হিটু শেখসহ সব আসামিকে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসানের আদালতে শিশু আছিয়ার বড় বোন, স্থানীয় প্রতিবেশী ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বুধবার নেওয়া হবে মাগুরা ও ফরিদপুর হাসপাতালের চিকিৎসকদের সাক্ষ্য। মোট ৩৭ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। লিগ্যাল এইড-এর নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী সোহেল আহমেদ আজ সাক্ষীদের জেরা করেন।
গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে আছিয়া, বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যাচেষ্টার শিকার হয় আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।
বিভি/এআই
মন্তব্য করুন: