• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চুল কেটে দেওয়া সেই মাদরাসা শিক্ষকের জামিন

প্রকাশিত: ১৬:২৭, ২৫ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৪১, ২৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
চুল কেটে দেওয়া সেই মাদরাসা শিক্ষকের জামিন

ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া মাদরাসা শিক্ষক মঞ্জুরুল কবির-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম জামিন মঞ্জুর করেন। মঞ্জুরুল কবির-এর আইনজীবী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার বাদী শাহেদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাদীর আপত্তি না থাকায় আদালতের বিচারক শিক্ষকের জামিন আবেদন মঞ্জুর করেছেন। এসময় আসামিকে আদালতে উপস্থিত করা হয়নি।

আরও পড়ুন:
পাঁচ দেশের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছেঃ পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

গত ১০ অক্টোবর মঞ্জুরুল কবিরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে উপস্থিত করে জামিন আবেদন করা হয়। ওই দিন আদালতের বিচারক তারেক আজিজ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৪ দিন পর ফের আবেদন ও বাদীর আপত্তি না থাকায় আদালত তাকে জামিন দেন।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে আসে শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির দশম শ্রেণির (দাখিল) ছয় ছাত্রের চুল কেটে দেন। তারা লজ্জায় ক্লাস থেকে বেরিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও ৮ অক্টোবর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়। ওই রাতেই শিক্ষককে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীর পাড় এলাকা থেকে আটক করা হয়। মধ্যরাতে এক ছাত্রের মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন।  

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2