• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এস কে সিনহার মামলার প্রতিবেদন আবারও পেছালো

প্রকাশিত: ১৩:৪০, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
এস কে সিনহার মামলার প্রতিবেদন আবারও পেছালো

সংগৃহীত ছবি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে।

রবিবার (৩ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ-এর আদালত আগামী ১৬ জুন নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন দুদক মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন এই তারিখ ধার্য করেন।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের আদালত নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার।

এর আগে গত বছরের ১০ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাত কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2