জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর

ফাইল ছবি
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আরিফুজ্জামানের আদালতে সম্রাটের উপস্থিতিতে জামিন শুনানি শেষ হয়।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তার জামিন চাওয়া হয়। এ মামলায় তিনি জামিন পেলে সম্রাটের মুক্তি পেতে আর কোনো বাধা থাকতো না বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে, মানি লন্ডারিং, অস্ত্র ও মাদকের তিন মামলায় জামিন পেয়েছেন সম্রাট। ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব।
বিভি/এএন
মন্তব্য করুন: