• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৫ মে’র মধ্যে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ৫ মে ২০২২

আপডেট: ১৯:৪৫, ৫ মে ২০২২

ফন্ট সাইজ
২৫ মে’র মধ্যে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

দুর্নীতির দায়ে দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আগামী ২৫ মের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন। পুরান ঢাকার এই সাংসদ থাইল্যান্ড সফর করে দেশে ফেরার পর তার আইনজীবী প্রাণ নাথ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাজী সেলিম। এরও আগে গত শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন হাজি সেলিম।

হাজি সেলিমের আইনজীবী প্রাণ নাথ বলেন, এই মামলা ২০০৮ সালে হাজি সেলিমের ১০ বছর এবং ৩ বছরের সাজা হয়। পরবর্তীতে তিনি নিম্ন আদালতে তিনি আত্মসমর্পন করলে নিম্ন আদালত উনাকে জামিন দেননি।  যেকারণে অর্ডারের অ্যাগিনেস্টে আমরা মহামান্য হাইকোর্টে যাই। সেখানে আমরা অর্ডারের বিরুদ্ধে আপিল করি। একই সঙ্গে তার জামিন চাওয়া হয়। তখন হাইকোর্ট তাকে এই মামলায় জামিন দেন। 

পরবর্তীতে দুদক অ্যাপিলেড ডিভিশনের জামিনের জন্য আবেদন করেন। কিন্তু অ্যাপিলেড ডিভিশন হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে এবং হাইকোর্ট ওই সাজা থেকে তাকে খালাস দেন। খালাসের পরিপ্রেক্ষিতে দুদক অ্যাপিলেড ডিভিশনের আবারও মামলা করেন। দুদক একটা পিটিশন দিলেন মামলাটা প্রত্যাহার করার জন্য। তৎকালীন প্রধান বিচারপতি সিদ্ধান্ত দিলেন হাইকোর্টের অর্ডারটা সেটা সাইড করে  হাইকোর্টকে এই মামলা পুনরায় শুনানি করার জন্য। শুনানি শেষে হাইকোর্ট তিন বছরের সাজা মওকুফ করে ১০ বছরের সাজা বহাল রাখে। কিন্তু আপিল বিভাগে যাওয়া পর্যন্ত তিনি ওই মামলায় জামিনে আছেন। সেখানে বলা হয়েছে নিম্ন আদালতের নথি পাওয়ার ৩০দিনের ভিতরে তাকে আদালতে হাজির হতে হবে। এই রেকর্ডটা নিম্ন আদালতে আসে ২৫/০৪/২০২২-এ অর্থাৎ আগামী ২৪/০৫/২০২২ তারিখ পর্যন্ত তিনি যে কোনো সময় নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। 

এই মামলায় যেহেতু তিনি হাইকোর্টে জামিনে আছেন। এছাড়াও হাইকোর্ট তার জামিন করেনি। যদি হাইকোর্ট তার জামিন বাতিল করা হতো তাহলে নিশ্চয়ই তিনি আইনের আওতায় আসতেন।

তাহলে পরবর্তী করণীয় কি জানতে চাইলে আইনজীবী বলেন, যেহেতু হাইকোর্টের নির্দেশনা আছে এবং তিনি যেহেতু একজন আইনপ্রণেতা হাইকোর্ট যে রায় দিবেন তিনি সেটার জন্য আপিল করবেন। যেহেতু হাইকোর্টের নির্দেশনা রয়েছে নিম্ন আদালতে আত্মসমর্পণের সে হিসেবে তিনি নির্দেশিত সময়ের মধ্যেই আত্মসমর্পণ করবেন। এরপর আমরা অর্ডার নিয়ে আমরা হাইকোর্টের আদেশের অ্যাগিনেস্টে আমরা আপিল করবেন। 

হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, ‘দেশে ফিরেই নির্বাচনী এলাকা লালবাগের শাহানি বেগম নামে স্থানীয় এক বাসিন্দার জানাজায় অংশ নেন হাজী সেলিম।’

গত সপ্তাহে অবৈধ সম্পদ অর্জনের দায়ে হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছর কারাদণ্ড বহালের রায় নিম্ন আদালতে পাঠানো হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এ সংক্রান্ত যাবতীয় নথি সোমবার বিচারিক আদালতে পাঠানো হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে এক যুগ আগে বিচারিক আদালতের রায়ে সংসদ সদস্য হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়। ওই রায়ের বিরুদ্ধে হাজী সেলিম হাইকোর্টে আপিল করেন।

এই আপিলের শুনানি নিয়ে ২০২১ সালের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রাখেন।

এরপর গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। লালবাগ থানায় দায়ের করা ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল পৃথক দুটি ধারায় হাজী সেলিমকে ১০ বছর ও তিন বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2