শৈলকুপায় গৃহবধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধূ নাজমাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রইচ মন্ডলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নাজমার স্বামী রইচ মন্ডল পলাতক।
রবিবার (৩০ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন পদমদী গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে।
পুলিশ জানায়, নাজমার সাথে রইচের বিয়ে হয় ২৮ বছর আগে। স্বামী রইচ ঢাকায় 'তারেক' নামে মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরইমধ্যে জানাজানি হয় রইচ ঢাকায় আরেকটি বিয়ে করে সংসার করছে। কয়েকদিন আগে রইচ মন্ডল নাজমার কাছে যায়। রবিবার রাতে বিছানায় নাজমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। স্বামী রইচকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পাবনায় পূর্ব বিরোধের জেরে ইলিয়াস নামের এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে সদরের গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: