• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মুন্সীগঞ্জে আ.লীগের দু’পক্ষের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে আ.লীগের দু’পক্ষের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুপক্ষের গোলাগুলিতে ৭ মাসের শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের  মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায়  জয় মস্তান নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। 

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৬টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের অধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
 
আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে, মুন্সীগঞ্জ থেকে নিজগ্রাম সোলার চর ফিরছিলেন মজিবুর মেম্বার সর্মথক জয় মস্তান (২০), জহিরুল (৩২), জু‌য়েল (১৯), সালাউদ্দিন (৩০), পথিমধ্যে সোলাচর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার পক্ষের আহাদুল, মনা ও কালাম সহ ৩-৪ জনের একটি দল জয় মস্তান ও জহিরুল কে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় জয় ও জহিরুল দৌড়ে পালাতে গেলে এলোপাথাড়ি গুলি ছোড়ে আহাদুল, মনা ও কলাম গ্রুপের লোকজন এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় জয় মস্তান (২০), জহিরুল (৩২), জু‌য়েল (১৯),সালাউদ্দিন (৩০)। এসময় তাদের ছোড়া গুলিতে পথচারি ৭ মাসের শিশু তাবাসুম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। 

এই ঘটনা আহত জয় মস্তানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর সোলারচর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
 
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকে ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। 

বিভি/এসবি/এইচএস

মন্তব্য করুন: