• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ আসামি গ্রেফতার

নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগের নেতা রনি হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। 

গ্রেফতার মো. খোকন (৩৫) উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। নিহত রনি (৩২) একই গ্রামের পলোয়ান বাড়ির মোহাম্মদ শাহজাহানের ছেলে। রনি চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। 

এর আগে, গতকাল রববিার রাতে র‍্যাব-১১ তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত রনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং স্থানীয়ভাবে ক্ষমতাসীন রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর বিকালে খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্ত্রী সাজু আক্তার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরের দিন ২৩ সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী বাড়ির বাগানে রনির গলাকাটা মরদেহ পাওয়ার খবর শুনে স্ত্রী সাজু আক্তার ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন।

পরে তিনি চাটখিল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। সে তদন্তে খোকনের নাম চলে আসে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকা থেকে খোকনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাটখিল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

উল্লেখ্য, গত ২২শে সেপ্টেম্বর সকালে চাটখিল থানা পুলিশ গলা কাটা অবস্থায় যুবলীগ নেতা রনির মরদেহ উদ্ধার করে

বিভি/রিসি

মন্তব্য করুন: