যাত্রাবাড়ীতে প্রকাশ্যে চলে যুবলীগ নেতার চাঁদাবাজী (ভিডিও)!

প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তাসহ চিটাগাং রোড- যাত্রাবাড়ী সড়কেই প্রতিদিন চাঁদা তোলা হয় অর্ধলক্ষাধিক টাকা। যা মাস গড়ালে দাঁড়ায় প্রায় ২০ লাখ টাকা। কারা করছে এই চাঁদাবাজী? কাদের পকেটে ঢুকছে এই টাকা?
খোঁজ নিয়ে জানা গেছে- প্রকাশ্যে চাঁদা তোলায় ব্যস্ত এই যুবকদের নাম কাউসার ও শামীম। তারা লাইনম্যান পরিচয়ে চাঁদা তোলে স্থানীয় যুবলীগ নেতা তানজিল নয়নের নামে। আর এই নয়ন ওই এলাকায় রোডের নেতা হিসেবে লেগুনা চালকদের কাছে পরিচিত। তবে তিনি ঢাকা মহানগর দক্ষিণের ৬১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য সচিব বলে জানা গেছে।
যুবলীগ নেতা তানজিল নয়নের দাবি, তিনি চাঁদাবাজিতে জড়িত নন। চাঁদাবাজির অভিযোগ ষড়যন্ত্রমূলক দাবি তার।
চালকদের দাবি- চাঁদার টাকা পোষাতে বেপরোয়া গতিতে লেগুনা চালান তারা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। তাই এই সমস্যার সমাধানে প্রশাসনের নজরদারি চান যাত্রীরা।
লেগুনা সংশ্লিষ্টরা বলছেন, এই চাঁদাবাজিতে পুলিশ প্রশাসনও জড়িত। তবে পুলিশের দাবি, এসব চাঁদাবাজির বিষয়ে তারা কিছু জানেন না। কেউ অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিএমপি ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদার।
চাঁদাবাজি বন্ধ করে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে এমনটাই প্রত্যাশা যাত্রীদের।
বিভি/টিটি
মন্তব্য করুন: