গ্রেপ্তার করা হবে আরও অনেককে, তালিকা প্রস্তুত : বিপ্লব কুমার সরকার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে বিএনপি ও সমমনা দলগুলো। অন্যদিকে সরকারি দল ও তাদের শরীকরা বর্তমান সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী।
মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে এক দফা দাবিতে হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আগে ও পরে যাত্রীবাহী বাস-ট্রাকে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য প্রস্তুত রয়েছে। নাশকতা ঠেকাতে ইতোমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আরও নামের তালিকা তৈরি হয়েছে, সামনে অনেককে গ্রেপ্তার করা হবে।
এ সময় বিপ্লব কুমার বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চ্যালেঞ্জ করতে পারে, এমন কোনো শক্তি এখন ঢাকার শহরে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সামনে আরও কঠোর হবো, আইন প্রয়োগে পুলিশ বিন্দুমাত্র পিছ পা হবে না।
তিনি আরও বলেন, যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য সদা প্রস্তুত উল্লেখ করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, পরিস্থিতি নির্ধারণ করবে আমরা মারণাস্ত্র ব্যবহার করবো কী-না।
এ সময় তিনি জানান, নামের তালিকা তৈরি হয়েছে, সামনে আরও অনেককে গ্রেপ্তার করা হবে। রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম করবে তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করবে তা আমরা কিছুতেই হতে দিব না। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আঘাত করে পুলিশের মনোবলকে কখনোই দুর্বল করা যাবে না বলেও উল্লেখ করেন বিপ্লব কুমার সরকার।
এদিকে পুলিশের পক্ষ জানানো হয়েছে, ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত রাজধানীতের বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১১ দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১১৭টি। এসব মামলায় ১২ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এই সময়ের মধ্যে নিহত হয়েছেন একজন বাস চালকসহ মোট ৪ জন।
গত ২৮ অক্টোবর একদিনে গ্রেফতার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন,২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ সর্বশেষ গতকাল ৭ নভেম্বর ৬০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মোট দশদিনে গ্রেফতারের সংখ্যা ১৬৯৬ জন। গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে মামলা হয়েছে ১২টি, লালবাগে ৮টি, মতিঝিলে ৩৬টি, ওয়ারীতে ১৭টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ২১টি, গুলশানে ১৩টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ২৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: