• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুর্বৃত্তের আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা তিন বাস

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৫, ২৭ নভেম্বর ২০২৩

আপডেট: ১১:১৭, ২৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
দুর্বৃত্তের আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা তিন বাস

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস্ এর তিনটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোর রাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে এঘটনা ঘটে।

অপরদিকে অবোরধ সফল করতে আজ ভোর রাতে নাটোরের সিংড়ায় মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি।

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, রাত সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে আগুন দেখতে পান। এসময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা বনপাড়া  ফায়ার স্টেশনে খবর দিয়ে। এরমধ্যে বাসের পাশে দাঁড়ানো  আরো দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল ইসলাম জানান, ভোর রাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস্ এর তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এমন সংবাদে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় তিনটি বাসের পুরো অংশ পুড়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম বলেন, ভোর রাতে দূর্বৃত্তরা পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস এর তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কমৃসূচি সফল করতে সিংড়া সুকাশ এলাকায় একটি মশাল মিছিল বের করে নেতা কর্মিরা। মিছিলটি নাটোর -বগুড়া মহাসড়ক প্রদক্ষিন করে শেষ হয়। 

বিভি/এজেড

মন্তব্য করুন: