পিকআপে আগুন দেয়ার অভিযোগ দুই যুবদল নেতা আটক

গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে যুবদল নেতাকে গ্রেফতার করেছে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেলা সদরের হাউজিং স্টেট এলাকা হতে দুই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের বাটার মোড় এলাকার শামসুল হকের ছেলে জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মুক্তাদুল হক আদনান (৩৫) ও শান্তিনগর এলাকার মোঃ আনোয়ার হোসেন খাঁন ছেলে মোঃ মহিদুল ইসলাম খাঁন রাজিব।
র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গত ১৮ নভেম্বর রাত ৯ টায় চকদাদরা ফকিরপাড়া ব্রিজ সংলগ্ন সড়কে ৩০/৩৫ জন দুর্বৃত্ত পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দুই জনকে গ্রেপ্তার করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: