উপজেলা শিক্ষা কর্মকর্তার কক্ষে ঢুকে হাত কেটে নেয়ার হুমকি

আহত শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের অফিসে হামলা চালিয়ে তার হাত কেটে নেয়ার হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ তলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানিয়েছেন বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু রাসেল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ অভিযোগ করেন- ১০ জন দুর্বৃত্ত তার কক্ষে প্রবেশ করে তার হাত কেটে নেয়ার হুমকি দেয়। নানাভাবে তাকে লঞ্ছিত করে। টেবিল তছনছ করে কাগজপত্র ছুড়ে ফেলে দেয় তারা। গুরুদাসপুর-বড়াইগ্ৰাম আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর হুকুম আছে জানিয়ে দুর্বৃত্তরা তাকে শাসায় বলে অভিযোগ শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের।
হামলাকারীদের মুখ চেনা কিন্তু নাম জানেন না বলেও জানান তিনি। সিসি টিভির ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু রাসেল।
মন্তব্য করুন: