জান্নাতকে ধর্ষণের পর হত্যা করে ছেলে, মরদেহ গুম করে বাবা

গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় সাত বছরের শিশু জান্নাতকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুম করার অভিযোগে অভিযুক্ত আব্দুল জলিল ইসলাম জনি ও তার বাবা মো. ফরজুলকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি পুর্ব থানায় প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মা-মেয়ে কিছুদিন আগে টঙ্গীর শিলমুন এলাকায় খালার বাসায় বেড়াতে যান। গত ১৭ ডিসেম্বর তার খালাত ভাই আব্দুল জলিল ইসলাম জনি চিপস দেয়ার লোভ দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। জান্নাত ধর্ষনের বিষয়টি অন্যদের কাছে বলে দেয়ার কথা জানালে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে জলিল।
বিষয়টি বাবা মো. ফরজুলকে জানালে ছেলেকে বাঁচাতে লাশটি বালুচাপা দিয়ে রাখে তারা। এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে ১৮ ডিসেম্বর টঙ্গী পুর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার।
পুলিশ আরও জানায়, খালাতো বোন জান্নাতকে ধর্ষণ করে হত্যার পর জনি তার বাবা ফজলু মিয়াকে ঘটনাটি জানায়। পরে বাবা ও ছেলে ঘটনাটি ধামাচাপা দিতে নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, শিশুটির সন্ধান চেয়ে সাধারণ ডায়রির পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার দায়ে স্বীকার করেছে ছেলে জনি ও তার বাবা ফজলু। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: