• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ২৩ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে ইস্কান্দার খান (৫২) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (২৩ ডিসেম্বর) তাকে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা যায়, মাদারীপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কালকিনির লক্ষীপুর  এলাকায় দুদিন আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই জেরে কাচিকাটা বাজার এলাকায় শনিবার সকালে বাজার করতে আসে রায়পুর ভাটবালি এলাকার আমির আলী খানের ছেলে ইস্কান্দার খান (৫২)। তিনি স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা আক্তারের সমর্থক ছিলেন। 

সেখানে তার উপর হামলা চালায় নৌকার সমর্থকেরা এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। হত্যার বিচার চেয়েছেন ভুক্তভোগীর পরিবার।

নিহতের স্বজন বিল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করার কারণে ক্ষিপ্ত হয়ে তার চাচাকে কোপানো হয়েছে। নৌকার বিরোধিতা করায় তাকে হারাতে হলো। এ হত্যার বিচার দাবি করেন তিনি। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: