• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাদক মামলায় আসামির লাঠির আঘাতে সবজি বিক্রেতার মৃত্যু

প্রকাশিত: ১৮:০৯, ১৪ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মাদক মামলায় আসামির লাঠির আঘাতে সবজি বিক্রেতার মৃত্যু

ভোলায় সুজন (৩২) নামে এক মাদক মামলার আসামির লাঠির আঘাতে আব্দুর রব (৬০) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সুজনকে আটক করেছে।

রবিবার (১৪ জানুয়ারি) বিকালে ৫টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ কালীখোলা নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। আটক সুজন একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। সুজন একজন মাদক সেবন ও বিক্ৰেতা বলে এলাকাবাসী জানান। মাদক মামলায় বেশ কয়েক মাস ভোলা কারাগারে ছিলেন। কিছু আগে কারাগার থেকে জামিনে বের হয়েছেন। এক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকে লাঠিতে ভর করে তিনি চলাফেরা করতেন। 

নিহতের ভাই আব্দুল হাই ও সদর থানার ওসি মনির হোসেন মিঞা জানান, বিকাল  ৫ টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর সামনে দাঁড়িয়ে কিছু টাকা ভিক্ষা চায়। নারী ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সবজি বিক্রেতা আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তিনি তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তার হাতের লাঠি দিয়ে সবজি বিক্রেতাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে সুজনকে আটক করেছে। আব্দুর রবের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2