ক্রয়কৃত জমি দখলের অভিযোগ ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে

ভোলার লালমোহন উপজেলা গজারি ইউনিয়নের চর উমেদ গ্রামের গজারি বাজারে পূর্ব পাশে ভোলা চরফ্যাশন মহাসড়কের পাশে কাঞ্চন সরদার এর প্রায় ৪৭ বছর আগে ক্রয়কৃত জমিতে জবরদখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, কাঞ্চন সরদার ৯-৫-৭৮ সালে আজিজুল রহমানের থেকে এস এ ৬৪০/১ নং খতিয়ানে ৪১০ নং দাগে ৪১৮৪ নং দলিল মূলে ২৪ শতাংশ জমি ক্রয় করেন।এর থেকে এখন পর্যন্ত ভোগ দখলদার হিসাবে নিযুক্ত আছেন তিনি।
কাঞ্চন সরদার অভিযোগ করে বলেন, রবিবার (১২ মে) সকালে হঠাৎ করে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু চক্রের মুলহোতা কবির হোসেন ও মোঃ ফয়সাল, রিপন, জাহাঙ্গীর পাটোয়ারীসহ ১০/১২ জনের এটা গ্রুপ এসে আমাদের দীর্ঘদিনের জমির পুকুরের অংশে বেড়া দিতে থাকে। কবির হোসেনের নেতৃত্বে আরো ১০/১২ জন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে আমাদেরকে হুমকি দেয়। জমির কাজে বাধা দিতে আসলে আমাদেরকে খুন করার হুমকি দেয়। এতে আমরা নিরাপত্তায় হীনতায় ভুগছি।
এ ঘটনায় লালমোহন থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানিয়েছেন তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: