• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাওনা আড়াই হাজার টাকা চাওয়ায় জীবন গেল বাদলের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পাওনা আড়াই হাজার টাকা চাওয়ায় জীবন গেল বাদলের

চাঁপাইনবাবগঞ্জে মাত্র আড়াই হাজার পাওনা টাকা চাওয়ায় বাদল আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুরে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাদল আলী সদর উপজেলার চামাগ্রামের মঞ্জর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, যাদুপুরের মঈনুদ্দিন নামে এক ব্যক্তির কাছে আড়াই হাজার টাকা পেতেন বাদল। ওই টাকা চাইতে গেলে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মঈনুদ্দীনকে লাঠি দিয়ে এলোপাথারি মারধর করলে গুরুতর আহত হন। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘটনার পর থেকে মঈনুদ্দীন পলাতক রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: