• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চা খেতে বেরিয়ে দুর্বৃত্তের কোপে চরমপন্থী সদস্য খুন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চা খেতে বেরিয়ে দুর্বৃত্তের কোপে চরমপন্থী সদস্য খুন

রাজবাড়ীর গোয়ালন্দে সুশীল কুমার সরকার (৫৮) নামে চরমপন্থী দলের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটাখালী মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সুশীল কুমার সরকার পাঁচ মামলার আসামি। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে।

নিহতের ছোটভাই সুনীল কুমার সরকার জানান, সন্ধ্যায় তিনি খবর পান কাটাখালী মোড়ে ইমদাদুলের চায়ের দোকানের সামনে তার ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা। দ্রুত তিনি সেখানে গিয়ে তার ভাইকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার ভাই বিয়ে করেননি। ৭-৮ মাস আগে স্ট্রোক করে অসুস্থ হওয়ার পর তিনি বাড়িতেই থাকতেন। মাঝেমধ্যে কাটাখালী মোড়ে চা খেতে যেতেন। আজ সন্ধ্যায়ও তিনি চা খেতে গিয়েছিলেন। কে বা কারা কী কারণে তার ভাইকে হত্যা করেছে তিনি জানেন না। তবে এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া বামপাশের কোমরের ওপরে ও পেটে ক্ষতচিহ্ন রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সুশীল কুমার সরকার সর্বহারা দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

এ ছাড়া ধারণা করা হচ্ছে, তার বামপাশের কোমরের ওপরে গুলি করা হয়েছে; যা পেট ভেদ করে বের হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর গুলির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বিভি/এজেড

মন্তব্য করুন: