• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে জামায়াত নেতার উপর হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে জামায়াত নেতার উপর হামলা

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার  অভিযোগ এনে বাগেরহাটের মোল্লাহাটের বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী এবং তাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে।

নিজ জেলা বাগেরহাটে নিরাপত্তাহীনতার কারণে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে  সংবাদ সম্মেলন করে মোল্লাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চৌধূরী মনিরুজ্জামান এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মোল্লাহাট উপজেলা বিএনপি-র যুগ্ম-আহবায়ক চৌধুরী মনিরুজ্জামান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার সাথে জড়িত সন্দেহে গত ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউ,পি সদস্য জানিক চৌধুরী এবং তার চাচাতো ভাই আল-আমিন চৌধুরীকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তিনি আরো বলেন, তাদেরকে ধরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে এমন অভিযোগ এনে ২৩ সেপ্টেম্বর চুনখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দীন ইসলাম চৌধুরী ও বিএনপি সমর্থক এরশাদ চৌধুরী ও লিমন চৌধুরীর বাড়ি-ঘর ভাংচুর এবং পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করে গ্রেফতারকৃতদের স্বজনরা।এতে আহত ৪ জন সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরদিন ২৪ সেপ্টেম্বর মোল্লাহাট থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে আমাদের হুমকী ধামকী ও জীবন নাশের হুমকী দিয়ে যাচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি।

এ সংবাদ সম্মেলনে চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাতে ইসলামীর সভাপতি দ্বীন ইসলাম চৌধুরী, চুলখোলা ইউনিয়ন ছাত্রদল কর্মী লিমন চৌধুরী ও ইয়াসিন চৌধুরীসহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: