• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে হত্যাচেষ্টা মামলার ২ আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে হত্যাচেষ্টা মামলার ২ আসামি গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে সেনাবাহিনী বিশেষ অভিযানে হত্যার চেষ্টা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সেনা ক্যাম্প কর্তৃক সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে আমজাদ খান(৫০) ও একই গ্রামের নওশের খানের ছেলে হাফিজ খান(২৮)।

জানা গেছে, গতকাল সদর উপজেলার মুচিদাহ গ্রামের মোঃ আব্দুল হান্নান খানের ছেলে মোঃ সাগর আলী খান রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পে এসে অভিযোগ করে বলেন, গত ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার পিতা মোঃ আব্দুল হান্নান খান বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ খেলার মাঠ থেকে নিজ বাড়িতে আসার সময় ওই এলাকার কতিপয় দুস্কৃতিকারী জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র এবং ধারালো ছুরিসহ তার পিতাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা এবং কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় তারা রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।

এ অভিযোগের গুরুত্ব বিবেচনায় রেখে সেনা কর্তৃপক্ষ দ্রুত একটি পরিকল্পিত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর গতকাল ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল মুচিদাহ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ২নং আসামি আমজাদ খান(৫০) ও ১০নং আসামি হাফিজ খান(২৮) গ্রেপ্তার করে। পরে সেনা ক্যাম্প থেকে গ্রেফতারকৃত আসামীদের রাতে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: