• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘চালবাজি’ করা আ. লীগের চেয়ারম্যান দাদা ভাই গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪১, ৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
‘চালবাজি’ করা আ. লীগের চেয়ারম্যান দাদা ভাই গ্রেফতার

ওয়াজদ আলী দাদা ভাই

জয়পুরহাটের কালাই উপজলার উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজদ আলী দাদা ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটেলিয়নের- র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার বিকেল ৫, টায় উদয়পুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তিনি অন্যতম আসামি বলে র‌্যাব জানিয়েছে। 

এছাড়া উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাইয়ের বিরুদ্ধে দুস্থদের সরকারি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। গত দেড় বছর ধরে ২০ জন সুবিধাভোগীর সরকারি চাল উত্তোলন করা হয়েছে। অথচ ওই সুবিধাভোগীরা কিছুই জানতেন না। ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাই ৫ আগষ্টের পর আত্মগোপনে চলে যান। গত জুলাই ও আগস্ট মাসের ভিজিডির চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাইয়ের এই চালবাজি ধরা পড়ে। সুবিধাভোগীর তালিকায় থাকা ২০ জনের কেউই চাল নিতে আসেননি। এ ঘটনায় একটি  তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। 

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী দাদা ভাইয়ের বিরুদ্ধে  বৈষম্যবিরোধী আন্দোলনের পর জয়পুরহাট সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা হয়। গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গতকাল তিনি এলাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার বিকেল সোয়া চারটায় ওয়াজেদ আলী দাদা ভাইকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: