ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতা আটক

আটককৃত বাবলু
ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে চাঁদা দাবির সময় এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। গত বুধবার (৯ অক্টোবর) রাতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের বাবলু ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ভগবাননগর গ্রামের বাসিন্দা।
শৈলকূপা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব জানান, ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণকে আটকে মারধর করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে বাবলু। ওই রাতে সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে ব্যবসায়ী নারায়ণকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। পরে ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও বাবলুকে শৈলকূপা থানায় সোপর্দ করে।
এ বিষয়ে শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, মারধরের ফলে আহত হয়েছেন নারায়ণ। তার ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রদল নেতা বাবুলকে আদালতে পাঠানো হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: