মধ্যরাতে চোর সন্দেহে যুবকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানা পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) সকালে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কেদারনগর গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল বাড়ির মালিক আমিরুল ইসলাম জানান, ‘শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির সকল সদস্য যখন ঘুমিয়ে ছিলো; এসময় তিন-চারজন লোক বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল। চুরি করে পালানোর সময় বাড়ির লোকজন টের চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন তাদের ধাওয়া দেয়। এসময় বাকিরা পালিয়ে গেলেও একজন স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে। ওই সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল আজিজ জানান, রবিবার ভোর রাতে চুরির অভিযোগে জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। স্থানীয়রা জানায় চোর সন্দেহেই গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে নিহতের মা আঙ্গুরি বেগম ও ভাই থানায় এসেছে লাশ বুঝে নিতে। পুলিশের রেকর্ড সূত্রে নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতোপূর্বে আরও ৬টি চুরির মামলা রয়েছে। তবে কাউকে পিটিয়ে হত্যা বে-আইনী। ঘটনার তদন্ত করছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ’।
বিভি/এজেড
মন্তব্য করুন: