• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ভাবীর সাথে পরকীয়া, দেশে আসার পর প্রবাসী ভাইকে খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫৪, ৮ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভাবীর সাথে পরকীয়া, দেশে আসার পর প্রবাসী ভাইকে খুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ভাবির জন্য নিজের প্রবাসী বড় ভাইকে হত্যা করল ছোট ভাই। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দেয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো.হাসান মিয়া প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন। এই সুযড়ে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) পরকীয়া চলে বেশ কয়েক বছর ধরে। ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন। এ নিয়ে নিজ বাড়ীতে আজ একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই  সকালে ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। 

বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সাথে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়ীতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে আসে।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আছে। তবে ভাবীর সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ে কথা শুনেছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2