নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

গ্রেফতারকৃত মো. একরামুল হক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. একরামুল হককে গ্রেপ্তার করেছে মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ। সোমবার মধ্যরাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. একরামুল হক বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ইদ্রিস চেয়ারম্যান বাড়ির এনামুল হকের ছেলে।
চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে চান্দগাঁও আবাসিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বোয়ালখালী উপজেলার সভাপতি মো. একরামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা রয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: