• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যৌথবাহিনীর হাতে ভুয়া সেনা সদস্য আটক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১১, ১০ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
যৌথবাহিনীর হাতে ভুয়া সেনা সদস্য আটক

ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৯ ডিসেম্বর) রাতে মহিপাল এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। 

আটক নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে। আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, আটক ব্যক্তি থানা হাজতে আছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট  সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়।

মন্তব্য করুন: