টেকনাফে বিজিবির পৃথক অভিযানে এক লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাতের এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, মায়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। এই তথ্যের ভিত্তিতে নাফ নদী এবং নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয় বিজিবি। এসময় নাফ নদী সাঁতরিয়ে মাদক পাচারকারীরা তীরে উঠার চেষ্টা করলে বিজিবির টহলদল আশি হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে। এছাড়া একই রাতে মাদকের আরেকটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাফ নদীতে নজরদারি বৃদ্ধি করে বিজিবি। এসময়, মায়ানমার থেকে একটি সন্দেহজনক নৌকা সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এসময় নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা মাঝ নদীতে নৌকাটিকে ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে সীমান্ত অতিক্রম করে মায়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে বিজিবির টহলদল নৌকাটিকে টেকনাফ জেটিঘাটে নিয়ে এসে তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে লুকায়িত অবস্থায় বিশ হাজার পিস ইয়াবা জব্দ করে।
বিভি/এসজি
মন্তব্য করুন: